গ্রেফতার আসামি পলাশ

নেত্রকোনা আদালতে নিয়ে যাওয়ার সময় মদন থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি পলাশকে (১৮) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩১ মে) রাতে কেন্দুয়া শহরের সাউদপাড়া এলাকার হিমালয় পেট্রোল পাম্প স্টেশনের কাছে থেকে হাতকড়াসহ তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, মঙ্গলবার (১ জুন) দুপুরে পলাশকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। পলাশ কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

ওসি ফেরদৌস আলম বলেন, সোমবার দুপুরে সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে আদালতে নিয়ে যাচ্ছিল মদন থানা পুলিশ। এ সময় বৃষ্টি হচ্ছিল। পলাশকে নিয়ে থানা থেকে বের হয়ে মদনবাজার পর্যন্ত যেতেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া নিয়েই পালিয়ে যান তিনি। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে রোববার (৩০ মে) বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া এলাকা থেকে চুরি করে আনা গরুসহ পলাশকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে বলে তিনি জানান।

জিয়াউর রহমান/এমএসআর