খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টে মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় অংশ নেওয়ার কথা ছিল ফরিদগঞ্জ উপজেলা বালিকা ফুটবল দল বনাম শাহরাস্তি উপজেলা বালিকা ফুটবল দল। কিন্তু নির্ধারিত সময়ের পরও শাহরাস্তি দলের খোলোয়াড়রা মাঠে উপস্থিত না হওয়ায় ফরিদগঞ্জ ফুটবল দলকে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি। ফলে খেলা ছাড়াই ওয়াক ওভারে বিজয় দিয়ে উদ্বোধন শুরু হয় টুর্নামেন্ট।

টুর্নামেন্টে খেলোয়াড় উপস্থিতি না করতে পারায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন (ইউএনও) আক্তারের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও ফুটবল উপকমিটির নেতারা।

শাহরাস্তি বালিকা দলের মাঠে উপস্থিত না হওয়া প্রসঙ্গে শাহরাস্তি ইউএনও শিরিন আক্তার বলেন, আমি এ উপজেলায় আসার পর থেকে দেখছি উপজেলার মেয়েরা ফুটবল খেলতে আগ্রহী নয়। অভিভাবকরাও তাদের মেয়েদের খেলাধুলা করতে দেন না। তাই টিম গঠন করতে পারিনি। এর আগেও শাহরাস্তি উপজেলা বালিকা দল অংশগ্রহণ করেনি।

ইউএনও শিরিন আখতার

ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন নবী নোমান বলেন, বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে মাঠে অবস্থান করছি। পরে জানলাম শাহরাস্তি দল আসেনি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।

চাঁদপুর জেলা ফুটবল উপকমিটির সাধারণ সম্পাদক শাহির হোসেন পাটোয়ারী বলেন, শাহরাস্তি ইউএনওর অদূরদর্শিতার কারণে এ অবস্থা হয়েছে। এটি সরকারি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে প্রতিবছর সব দল অংশ নিয়ে থাকে। টিম গঠন না করতে পারার কোনো যুক্তি থাকতে পারে না।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, গত ২০ মে প্রতিটি উপজেলায় খেলার বিষয়ে অবহিত করে চিঠি প্রদান করা হয়েছে। টুর্নামেন্টে কোনো সময়ই ওয়াক ওভার দেয়নি কোনো দল। ইউএনও বলেছেন আগেও শাহরাস্তি উপজেলা দল অংশগ্রহণ করেনি। অথচ এ বছর ছাড়া প্রতিবছরই অংশগ্রহণ করে আসছে শাহরাস্তি।

চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ঢাকা পোস্টকে বলেন, প্রত্যেক ইউএনওকে টুর্নামেন্টে অংশ নিতে বলা হয়েছে। শাহরাস্তি ইউএনও মাঠে এসে জানান যে সেখানকার মেয়েরা খেলায় আগ্রহী নয়। শাহরাস্তি না খেলায় ওয়াক ওভার পেয়েছে প্রতিপক্ষ দল। শাহরাস্তি ইউএনওর অভিযোগটি আমি খোঁজ নিয়ে দেখব।

শরীফুল ইসলাম/এনএ