নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২২ জনে। এ সময় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৯৮ জন। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮১৩ জনে।

বুধবার (২ জুন) রাত সাড়ে ৮ টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, নোয়াখালীর ল্যাবে ২৯৬টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়।

এর মধ্যে নোয়াখালী সদরের ৫৯ জন, বেগমগঞ্জের ১২ জন, সোনাইমুড়ীতে ১ জন, চাটখিলে ৮ জন, সেনবাগের ৪ জন, কোম্পানীগঞ্জের ৮ জন ও কবিরহাট উপজেলার ৬ জন রয়েছেন।

এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত মোট শনাক্ত হয়েছেন ৮ হাজার ৮১৩ জন। যার মধ্যে সদরের ৩ হাজার ৬২ জন আর বিভিন্ন উপজেলার ৫ হাজার ৭৫১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজনসহ করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২২ জনের। যার মধ্যে সদরের ২২ জন আর বিভিন্ন উপজেলার ১০০ জন।

হাসিব আল আমিন/এমএসআর