বাড়ি বাড়ি গিয়ে জমি অধিগ্রহণের চেক দিলেন জেলা প্রশাসক
বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণের প্রায় সাত কোটি টাকার চেক বাড়ি বাড়ি গিয়ে হস্তান্তর করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ক্ষতিপূরণের চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জমির মালিকরা।
বুধবার (২ মে) দুপুরে বাগেরহাটের হরিণখানা এলাকার জমির মালিক শেখ মো. মনিরুজ্জামান ও শেখ সুজানুর রহমানের হাতে ক্ষতিপূরণের ৬৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিন হোসেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মমতাজ বেগমসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জমির মালিক শেখ মো. মনিরুজ্জামান বলেন, অধিগ্রহণকৃত জমির টাকা পেতে অনেক সময় লাগে শুনেছি। তবে করোনাকালে কোনো ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে ক্ষতিপূরণের চেক পেয়ে আমরা খুব খুশি।
বিজ্ঞাপন
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত জমির মালিকদের করোনাকালে যাতে কোনো হয়রানিতে পড়তে না হয় সেই লক্ষ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে চেক হস্তান্তর করছি। বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত ৩৪ জন মালিককে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫২ টাকার চেক হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বাগেরহাট নার্সিং কলেজ নির্মাণের জন্য বাগেরহাট পৌরসভার হাড়িখালি মৌজায় ২ একর ৯২ শতক জমি অধিগ্রহণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ৩৪ জন জমির মালিককে ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫২ টাকা হস্তান্তরের করার প্রক্রিয়া চলছে।
তানজীম আহমেদ/আরএআর