পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখেরা গ্রামে শত্রুতা করে সুপারি বাগানে আগাছানাশক বিষ প্রয়োগ করে ৫শ সুপারি গাছের ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (২ জুন) সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগানের মালিক শাহরিয়ার তানু।

লিখিত অভিযোগে জানা যায়, সিকদার মল্লিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জুজখোলা গ্রামে এক একর জমির বাগানের ৫শ সুপারি গাছে আগাছানাশক স্প্রে করা হয়েছে। এতে কয়েকদিনের মধ্যে সুপারি গাছের পাতা সব হলুদ হয়ে গেছে এবং ফল কালো হয়ে গেছে। ৫শ গাছের সুপারি ও গাছের ক্ষতি হিসেবে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শত্রুতার জেড়েই এমনটা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাগানের মালিক শাহরিয়ার তানু বলেন আমাদের কয়েকটি সুপারি বাগানে ৫ শতাধিক সুপারি গাছ রয়েছে। গাছে ফল আসবে ঠিক সেই সময় কেউ রাতের আঁধারে সুপারি বাগানে আগাছানাশক বিষ স্প্রে করেছে। এতে সকল ফল ও গাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব গাছ মারা গেলে প্রায় ১৫ লাখ টাকার বেশি ক্ষতি হবে। মানুষের সঙ্গে শত্রুতা থাকে কিন্তু গাছের সঙ্গে এমন আচরণ মনে হয় না আগে কেউ করেছে। যারা সুপারি বাগানে আগাছানাশক বিষ স্প্রে করেছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায় বলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাগানের ফল ও পাতার স্যাম্পল সংগ্রহ করেছেন। এই স্যাম্পল খুলনার ল্যাবে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগাছানাশক বিষ প্রয়োগ করা হয়েছে। তবে ল্যাবের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান বলেন, সকালে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবীর হাসান/আরএআর