গ্রেফতার বাবু চাকমা

খাগড়াছড়িতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাবু চাকমা (৩৫) নামে এক যুবককে আসামি করে ওই কিশোরীর মা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেছেন। 

মামলার পর মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত বাবু চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার গিরিফুল এলাকার খুনজি লাল চাকমার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাবু চাকমা সদর উপজেলার সিঙ্গিনালা এলাকার এক কিশোরীকে দীর্ঘদিন যাবৎ বিয়ের প্রলোভনে ধর্ষণ করে আসছেন। পরে তিনি ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করেন। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেও সম্ভব হয়নি। গত ২৬ ডিসেম্বর এ ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য সালিশ করা হয়। সালিশে উল্টো ওই কিশোরীকে ১১শ টাকা জরিমানা করা হয়। 

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, বাবু চাকমা অভিযোগ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আরএআর