আ.লীগ নেতা কারাগারে যাওয়ায় প্রতিপক্ষের মিছিল

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন জামাল মোল্লা। পরে বিচারক মো. রফিকুল ইসলাম জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান। নুরুল ইসলাম জামাল মোল্লা কারাগারে যাওয়ার খবরে মেহেন্দীগঞ্জের উলানিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন প্রতিপক্ষের লোকজন।

উলানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১৬ সালের ৭ জুলাই মেহেন্দীগঞ্জের উলানিয়ার পানবাড়িয়া এলাকায় ফারুক সরদার নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল মোল্লা। ওই মামলায় দীর্ঘ চার বছর ধরে পলাতক ছিলেন তিনি।

এছাড়া জামাল মোল্লার বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সরদারকে গুলি করে হত্যাচেষ্টা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লালু হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, উলানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অদুত হাওলাদারের ছেলে মিলন হাওলাদারকে পিটিয়ে হত্যাচেষ্টার মামলা রয়েছে জামাল মোল্লার বিরুদ্ধে। জামাল মোল্লা উলানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

এএম