সড়কে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধাসহ ৬ জনের
ঠাঁকুরগাঁওয়ে দুর্ঘটনাকবলিত নসিমন
তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকাল থেকে রাতের মধ্যে এ সকল দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর থেকে জানা যায়-
বগুড়া
বিজ্ঞাপন
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে বগুড়া সদরের ফুলবাড়ি, সন্ধ্যায় দশটিকা ও শিবগঞ্জের বিহারে এ সকল দুর্ঘটনা ঘটে।
বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া সদরের ফুলবাড়ি মহিলা কলেজ এলাকায় রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় চন্দ্রা বেওয়া (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত চন্দ্রা বেওয়া ফুলবাড়ি দক্ষিণপাড়ার শোলাগাড়ি এলাকার মৃত ছফের আলী মোল্লার স্ত্রী।
বিজ্ঞাপন
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দশটিকা এলাকায় বগুড়া নামুজা সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সিএনজি চালক শাহাদত হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা অপর ৪ যাত্রী আহত হয়েছেন।
নিহত সিএনজি চালক শাহাদত হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার আলীগ্রাম এলাকার ছয়ফল আলীর ছেলে। আহতরা বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘাতক ট্রাকের (ঢাকা মেট্রো ট – ১৪- ৮০৫৯) চালক হেলপার পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে, রাত ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জের বিহার ইউনিয়নের সিঙ্গারগাড়ি মোড়ে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারাজ উদ্দিন নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক তোহাব হোসেনকে (তোহা) গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, সন্ধ্যার দিকে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অটোচালক ফারাজ উদ্দিন নিহত হয়েছেন। আহত তোহাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ইসাহাক আলী (৬৫) নামে একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান এবং রফিকুল ইসলাম (২৩) নামে একজন নছিমন চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারি) জেলার পীরগঞ্জ ও রাণীশংকৈলে দুর্ঘটনা দুটি ঘটেছে বলে নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল ও পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) খায়রুল আনাম ডন।
নিহতরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও চেরাডাঙ্গী এলাকার মোতালেক হোসেনের ছেলে রফিকুল ইসলাম এবং রাণীশংকৈল উপজেলার বলিদাড়া গ্রামের বাসিন্দা ইসাহাক আলী (৬৫)। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পীরগঞ্জ উপজেলা থেকে সুগার মিলের একটি ট্রাক ও নছিমন ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার লোহাগাড়া চাঁদপুরে নছিমনটি ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থালেই নিহত হয় নছিমন চালক রফিকুল ইসলাম।
অপরদিকে, সকালে বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী রাণীশংকৈল উপজেলায় বালিদ্বাড়া-হরিপুর মহাসড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে গুরুতর অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়।
গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টরের (কাকড়া) চাকায় পিষ্ট হয়ে কারিউল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জের ভাটি কাপাসিয়া মোশাররফের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কারিউল ইসলাম ওই উপজেলার লাল চামার কাজির গ্রামের ছবেদ আলীর ছেলে। তিনি ওই ট্রাকের শ্রমিক ছিলেন।
সুন্দরগঞ্জ থানার উপসহকারী পুলিশ পারিদর্শক (এএসআই) হারুনুর রশীদ বলেন, বালিভর্তি ট্রাক্টরটি (কাকড়া) মোশাররফের ঘাট ছেড়ে আসার সময় চাকার নিচে পিষ্ট হয়ে কারিউল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।
এসপি