খাল থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ছবি
ভোলার বোরহানউদ্দিনে হানিফ হাওলাদার (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের আবুল বাজার মুচির পোল সংলগ্ন খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হানিফ হাওলাদার টবগী ৩ নম্বর ওয়ার্ডের নতুন হাকিম উদ্দিন বাজারে সাবেক সবজি ব্যবসায়ী ছিলেন। হানিফের পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী আবুল ব্যাপারি বলেন, মঙ্গলবার বিকেলে মরদেহটি খালে ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়।বোরহানউদ্দিন থানা পুলিশ গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল বলেন, বিকেলে খবর পেয়ে ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আসল ঘটনা বোঝা যাবে।
বিজ্ঞাপন
নিহত হানিফ ব্যপারীর মেয়ে রানু জানান, সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে তার বাবা নিখোঁজ হয়। মঙ্গলবার বিকেলে খালে তার বাবার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর শুনে শ্বশুর বাড়ি থেকে ছুটে আসেন তিনি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, খবর পেয়ে মুচিরপোল খাল থেকে ভাসমান অবস্থায় হানিফ হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়। তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে।
এসপি