বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছেন অন্তত ৫৭ জন। বাগেরহাটে এখন পর্যন্ত ১ হাজার ৭৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে মারা গেছে ৪৬ জন। বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৪ জন। রোববার (৬ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ১০ দিন ধরে বাগেরহাটে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মোংলা ও মোড়েলগঞ্জে অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। সদরেও সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোংলায় ৭০ শতাংশ ও জেলায় সংক্রমণের হার ৪৫ শতাংশ বলে জানান তিনি।

তানজীম আহমেদ/এমএসআর