চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সদর ও দামুড়হুদা উপজেলায় এ ঘটনা ঘটে। দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামে পানিতে ডুবে রায়হান উদ্দিন (১১) নামে শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুন) বিকেলে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। রায়হান উদ্দিন একই উপজেলার লোকনাথপুর গ্রামে নানাবাড়িতে থেকে পড়ালেখা করত। সে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
ইউপি সদস্য রিকাত আলী জানান, শিশু রায়হান লোকনাথপুর গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে থেকে পড়ালেখা করত। ৩ দিন আগে রায়হান তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। বিকেলে মায়ের সঙ্গে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে রায়হান পানিতে ডুবে মারা যায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামে পানিতে ডুবে সোনালী খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি খালে এ ঘটনা ঘটে। শিশু সোনালী জীবননগরের আন্দুলবাড়িয়া গ্রামের মোহাম্মদ মিন্টুর মেয়ে।
বিজ্ঞাপন
জানা যায়, শিশু সোনালী তার মায়ের সঙ্গে নানাবাড়ি ঝোড়াঘাটায় থাকত। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে খেলতে খালে ডুবে যায় সোনালী। পরে বাড়ির লোকজন থেকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, পরীক্ষানিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
আফজালুল হক/এমএসআর