বরিশাল বিভাগে বিগত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। তারা উপসর্গ নিয়ে আইসোলেশনে মৃত্যুবরণ করেন। তবে এই সময়ে প্রমাণিত করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

একই সময়ে মোট ৩৯ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দফতর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন ৩৯ জন শনাক্ত নিয়ে এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৬ জন। এর মধ্যে বরিশাল জেলায় নতুন শনাক্ত ১৬ জন নিয়ে ৭ হাজার ১২০ জন, পটুয়াখালী জেলায় নতুন দুজন নিয়ে ২৩৩৬ জন, ভোলা জেলায় নতুন ৯ জন নিয়ে ১৯৬০ জন, পিরোজপুর জেলায় নতুন ৪ জন নিয়ে ১৭১৯ জন, বরগুনা জেলায় নতুন ৩ জন নিয়ে ১৩০৪ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৫ জন নিয়ে ১৩৫৭ জন শনাক্ত হয়েছে।

বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৮৮ জন। মোট আক্রান্ত থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ২২ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় (সোমবার) শেবাচিমের করোনা ইউনিটে ১০ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি দুজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৬৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ এবং ৫৩ জন আইসোলেশনে রয়েছে।

আরটি পিসিআর ল্যাবে ১৮৯ জন করোনা পরীক্ষা করান। যার মধ্যে ১৪ দশমিক ৪১ শতাংশ পজিটিভ এসেছে বলে জানান তিনি।

সৈয়দ মেহেদী হাসান/এনএ