টাঙ্গাইলে করোনায় নতুন করে আক্রান্ত ৫০ জন
টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসে ৫০ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগে ১৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
মঙ্গলবার (৮ জুন) জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৫২৩৬। এ পর্যন্ত মারা গেছেন ৮৯ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪২৭৬ জন। আর হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৮১ জন। এ ছাড়া কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫০৫১ জন।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের মধ্যে টাঙ্গাইল সদরে ১৯ জন, কালিহাতীতে ১৫ জন, মির্জাপুরে ৭ জন, ধনবাড়িতে ৪ জন, সখীপুরে ৩ জন, নাগরপুর ও দেলদুয়ারে একজন রয়েছেন। এতে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বিজ্ঞাপন
অভিজিৎ ঘোষ/এনএ