বগুড়ায় করোনায় আরও তিনজনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩২২ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ জন ও সুস্থ হয়েছেন ২৯ জন।
করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন বগুড়া সদরের নজরুল ইসলাম (৬৯), জয়পুরহাট জেলার শাহিদা (৬৮) ও গাইবান্ধা জেলার সাঘাটা এলাকার জোবেদা (৬০)। তারা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (০৮ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৭৮ নমুনার ফলাফলে নতুন করে ২৫ জন করোনায় শনাক্ত হয়েছেন।
তিনি আরও বলেন, ৭ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭৩ নমুনায় ২৩ জনের পজিটিভ ও টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ নমুনায় ২ জন পজিটিভ এসেছে। একই সময়ে সুস্থ হয়েছেন ২৯ জন। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে সদরের ১৮ জন, আদমদীঘির ৪ জন, শেরপুরের ২ জন ও বাকি একজন সোনাতলার বাসিন্দা।
বিজ্ঞাপন
তিনি বলেন, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১২ হাজার ৪২৬ জন এবং সুস্থতার সংখ্যা ১১ হাজার ৮৭৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩২২ জনে দাঁড়িয়েছে। জেলায় বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২৩০ জন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর