নওগাঁয় গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এ সময় ৪৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩৬ জন। শনাক্তের হার ৭.৬ শতাংশ বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

নওগাঁর সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ বলেন, মঙ্গলবার (০৮ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং সোমবার (০৭ জুন) নিজ বাসায় দুইজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ জনের মৃত্যু হলো। নতুন ৩৬ জন করোনা পজিটিভ হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালে ২ হাজার ৫৪০ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৮ জন।

এদিকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ষষ্ঠ দিনের মতো সর্বাত্মক লকডাউন চলছে। এই লকডাউন মানাতে যথেষ্ট তৎপর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে পৌরসভার ২৩টি ও নিয়ামতপুর উপজেলায় ১৮টি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্যায়ে ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

শামীনূর রহমান/এসপি