চাঁদপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুন) সকালে চাঁদপুর শহরের কালীবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত বৃদ্ধ (৬৫) মারা যান।
রেলওয়ে পুলিশ জানায়, চাঁদপুর থেকে ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগে। এতে ওই ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
বিজ্ঞাপন
পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন পাঠান ঢাকা পোস্টকে বলেন, মেঘনা ট্রেনে নিহত ব্যক্তির এখনো পরিচয় পাওয়া যায়নি। লোকটির আনুমানিক বয়স ৬৫ হবে। আমরা মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছি।
বিজ্ঞাপন
শরীফুল ইসলাম/এনএ