জামালপুরের আলোচিত গৃহবধূ তানিয়া হত্যা মামলার প্রধান আসামি, তানিয়ার স্বামী ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে তানিয়ার গ্রামের বাড়ি নয়ানগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ ও থানা চত্বর প্রদর্শন করে।

বুধবার (০৯ জুন) মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদশক (এসআই) জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, তানিয়া হত্যা মামলার প্রধান আসামি তাহেরের রিমান্ড আবেদন করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার তা নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

এদিকে তাহেরের জায়গায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য যুগ্ম সম্পাদকের নামে পরিপত্র জারি করেছেন উপজেলা আওয়ামী লীগ। মেলান্দহ উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং সাধারণ সম্পাদক মো.  জিন্নাহ স্বাক্ষরিত একপত্রে এ কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুন স্ত্রী তানিয়াকে (২৪) হত্যার অভিযোগে পুলিশ তাহেরকে আটক করে। পরে তানিয়ার বাবা হাসান আলী বাদী হয়ে চারজনকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মোহাম্মদ আলী/এসপি