বাগেরহাটে রেজিস্ট্রেশন করেও টিকা পাননি ৫০ হাজার মানুষ
বাগেরহাটে নিবন্ধন করেও করোনা ভাইরাসের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে পারেননি প্রায় ৫০ হাজার মানুষ। গত ২২ মে জেলায় মজুত টিকা শেষ হওয়ায় স্বাস্থ্য বিভাগ করোনার টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় করোনার টিকার প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ৫৪ হাজার ৭৮৭। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪০ হাজার ৭০৬ জন। ফলে দ্বিতীয় ডোজ নিতে পারেননি ১৪ হাজার ৮১ জন। আর রেজিস্ট্রেশন করেও প্রথম ডোজ নিতে পারেননি ৩৫ হাজার ৬৮৭ জন।
বিজ্ঞাপন
তবে টিকা শেষ হয়ে গেলেও না জেনে হাসপাতালে এসে ভোগান্তিতে পড়ছেন অনেকেই। সোমবার সকালে সদর উপজেলার কাড়াপাড়া থেকে ষাটোর্ধ্ব সেলিম খন্দকার স্ত্রীসহ আসেন দ্বিতীয় ডোজের টিকা নিতে। কিন্তু এসে টিকা কার্যক্রম বন্ধ দেখে ক্ষোভ প্রকাশ করেন এই দম্পতি।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ূন কবির বলেন, দুই ধাপে জেলায় করোনার টিকা এসেছে মোট ৯৯ হাজার ডোজ। করোনার টিকা পেতে নিবন্ধন করেছেন ৯১ হাজার ৪৭১ জন। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট ৯৫ হাজার ৪৯৩ ডোজ টিকা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বাগেরহাটের বাইরে অন্য জেলায় নিবন্ধন করেও অনেকে এখানে টিকা নিয়েছেন। তাদের দিতে হয়েছে সাড়ে ৩ হাজার ডোজের মতো।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে বাগেরহাট সদর হাসপাতালসহ আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয় করোনার টিকাদান কার্যক্রম।
তানজীম আহমেদ/এসপি