ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ

নীলফামারীর ডিমলা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) জয়শ্রী রানী রায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে এসে প্রতি পরিবারের জন্য ৬০ কেজি চাল, ৬ কেজি ডাল, ৬ কেজি তেল, ১২ কেজি চিড়া, ৬ কেজি লবণ, ৬ কেজি চিনি, ৩ কেজি নুডলস ও ৬টি করে কম্বল বিতরণ করেন।

অগ্নিকাণ্ডে ভস্মীভূত পরিবারের বসতঘর

উপজেলা নির্বাহী কর্মকতা জয়শ্রী রানী রায় বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান, সচিব শুভাষ চন্দ্র, সমাজসেবক হারুন উর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১ নম্বর ব্লক এলাকায় মঙ্গলবার (৫ জানুয়ারি) মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডে দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

এমএসআর