হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে গোলাম মোস্তফা (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের সৈয়দ গোলাম হাবিবুর রহমানের ছেলে।
শনিবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ হারুনুর রশিদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, শায়েস্তাগঞ্জের সেলামি রেলক্রসিং এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
হারুনুর রশিদ আরও বলেন, নিহত যুবক রেল লাইনের ওপর বসে ছিল। কিন্তু ট্রেন আসার পরও তিনি উঠতে না পারায় দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় একই উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় পারাবত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় আরেক যুবকের মৃত্যু হয়। এ নিয়ে পারাবত ট্রেনে কাটা পড়ে দুই দিনে দুজনের মৃত্যু হলো।
মোহাম্মদ নুর উদ্দিন/ওএফ