জয়পুরহাটে হারিয়ে যাওয়া এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবককে ৬ দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। শনিবার (১২ জুন) বিকেলে জয়পুরহাট থানা থেকে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। 

জয়পুরহাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুন) সকালে শহরের সরদারপাড়া এলাকা থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক যুবক হারিয়ে যায়। পরে মঙ্গলবার (৯ জুন) তার বাবা জয়পুরহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকা থেকে ওই যুবককে উদ্ধার করে জয়পুরহাট থানায় নিয়ে আসা হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই যুবককে শনিবার বিকেলে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে ওই যুবকের বাবা তার ছেলে উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চম্পক কুমার/এসপি