গাজীপুর মহানগরীর কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে দুটি বাড়ির ১০টি কক্ষ ও একটি ঝুটের গুদাম পুড়ে গেছে।

শনিবার (১২ জুন) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার দিকে কোনাবাড়ির আমবাগ এলাকার ইসমাইল হোসেনের বাড়ির একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের মনু মিয়ার বাড়ি ও জুয়েল হোসেনের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে ওই দুটি বাড়ির অন্তত ১০টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও জুয়েল হোসেনের পুরো ঝুটের গুদাম ও গুদামে রাখা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, কোনাবাড়ি এলাকায় আগুনের সংবাদে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে তীব্রতা বাড়তে থাকায় আরও দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আগুনে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

শিহাব খান/ওএফ