নোয়াখালীতে লকডাউনের অষ্টম দিনে ৪৫ মামলা
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নোয়াখালীর পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে ১৮ জুন পর্যন্ত করা হয়েছে। শনিবার (১২ জুন) লকডাউনের অষ্টম দিনে কঠোর অবস্থানে ছিল নোয়াখালী জেলা প্রশাসন।
এদিন নোয়াখালীতে অভিযান পরিচালনা করে ৪৫ মামলায় ৩৯ হাজার ৯৯০ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।
বিজ্ঞাপন
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, করোনা রোধে চলমান লকডাউন কার্যকর শনিবার নোয়াখালীতে অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনব্যাপী আটটি টিম অভিযান চালিয়ে ৪৫ মামলায় ৩৯ হাজার ৯৯০ টাকা জরিমানা আদায় করেন।
এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার সদস্যরা। করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও শনাক্ত ১০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৯ হাজার ৫৮৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ১২৬ জনের। যার মধ্যে সদরের ২৩ জন আর বিভিন্ন উপজেলার ১০৩ জন।
হাসিব আল আমিন/ওএফ