পানি নিষ্কাশনের ড্রেনে পাওয়া গেল অজ্ঞাত লাশ
ফাইল ছবি
সাভারের আশুলিয়ায় পানি নিষ্কাশনের ড্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার অলিম্পিয়া প্লাজার সামনের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
এসপি