বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩ জনে। এ সময় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন।

মৃত ব্যক্তিরা হলেন- জয়পুরহাটের রতন মন্ডল (৪৪) ও লুৎফুনন্নেসা (৬০), সাতক্ষীরার জাহাঙ্গীর আলম (৩৬) এবং বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার মালতী বেগম (৬৭)। এদের মধ্যে রতন মন্ডল টিএমএসএস হাসপাতালে, লুৎফুনন্নেসা ও জাহাঙ্গীর আলম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং মালতী বেগম মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১৬ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় ২৬১ নমুনা পরীক্ষা করের নতুন ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩২ জন। নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে সদরের ৩২ জন, গাবতলীতে তিনজন, শেরপুরে দুইজন, নন্দীগ্রামে দুইজন এবং কাহালুতে দুইজন আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৫৪ জনের এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০ জন। এ ছাড়া নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩ জনে। জেলায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪১ জন।

সাখাওয়াত হোসেন জনি/এসপি