আবু ত্ব-হার সন্ধান দাবিতে তরুণ সমাজের মানববন্ধন
ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ও তার তিন সঙ্গী ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানের দাবিতে বুধবার (১৬ জুন) সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথায় সচেতন তরুণ সমাজের ব্যানারে মানববন্ধন হয়।
বগুড়া জেলা সচেতন তরুণ সমাজের জাকির হোসেনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন তরুণ সমাজের নেতা মাসুম রহমান, আব্দুল আলিম, ফরহাদ আলী, পলাশ, আরাফাত রহমান প্রমুখ।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান চেয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম। সেই ইসলাম প্রচার করে যাচ্ছিলেন তরুণ বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তিনি বিজ্ঞানসম্মতভাবে ইসলাম প্রচার করতেন।
বক্তারা আরও বলেন, তিনি কখন দেশবিরোধী কোনো বক্তব্য প্রদান করেননি। তাকে ও তার তিন সঙ্গীকে কে বা কারা নিয়ে গেল তার কোনো খোঁজ নেই। তারা ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুন) তিন সঙ্গীসহ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুর থেকে প্রাইভেটকারে ঢাকার সাভারের উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত আড়াইটার দিক থেকে তারা নিখোঁজ হন। আদনানের সঙ্গে আরও তিনজন ছিলেন।
সাখাওয়াত হোসেন জনি/এমএসআর