সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিক কোনো জটিলতা না থাকায় তিনি তার সরকারি বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। ইতোমধ্যে তিনি দুই ডোজ করোনার টিকাও গ্রহণ করেছেন। 

শনিবার (১৯ জুন) সন্ধ্যায় সিভিল সার্জন নিজেই ঢাকা পোস্টকে তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় গত বৃহস্পতিবার (১৭ জুন) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা দেন সিভিল সার্জন। শুক্রবার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। তবে শারীরিক কোনো জটিলতা না থাকায় বাসায় বসেই দাফতরিক সব কাজ করছেন তিনি। সার্বক্ষণিক জেলার করোনা পরিস্থিতির খবরও রাখছেন।  

উল্লেখ্য, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান গত ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ
এবং ৭ এপ্রিল একই টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। চলতি বছরের ২ জানুয়ারি তিনি ফরিদপুরে সিভিল সার্জন হিসেবে যোগ দেন। 

আরএআর