নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় আব্বাস আলী (৫২) ও আফাজ উদ্দিন (৫৭) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকজন কাভার্ডভ্যানসহ চালক রাসেলকে আটক করে পুলিশে দেন। শনিবার (১৯ জুন) বিকেলে ফতুল্লার মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আব্বাস আলী ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে এবং আফাজ উদ্দিন একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, দুই ব্যক্তি রিকশা যোগে যাচ্ছিলেন। এ সময় কাভার্ডভ্যানটি তাদের চাপা দেয়। তখন স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটি আটক করে আহত দুজনকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
 
রাজু আহমেদ/আরএআর