খাগড়াছড়িতে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুই দিন পর থানায় মামলা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে ওই কিশোরীর বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে মাটিরাঙ্গা থানায় মামলা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রিমন ত্রিপুরা (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় স্থানীয়রা রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু ত্রিপুরা (১৯) নামে দুইজনকে আটক করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে সুমন ত্রিপুরা (১৯) এখনো পলাতক রয়েছে।
বিজ্ঞাপন
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম জানান, পলাতক সুমন ত্রিপুরাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরী অযোদ্ধা এলাকায় আত্মীয়ের সঙ্গে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে যায়। এ সময় চার যুবক ওই কিশোরীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে এলাকাবাসী বুধবার দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ওসি তৌফিকুল ইসলাম জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। গ্রেপ্তার বিকাশ ত্রিপুরা ও ডেটল বাবু ত্রিপুরাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মোহাম্মদ শাহজাহান/আরএআর