ছবি : নিহত আজহারুল ইসলাম চুন্নু

জমি নিয়ে বিরোধ চলছিল দুই ভাইয়ের মধ্যে। গত ১৬ অক্টোবর সকালে এ নিয়ে তাদের মধ্যে মারামারিও হয়। মারামারির এক পর্যায়ে বড় ভাই কাঠের পিঁড়ি দিয়ে ছোট ভাইকে আঘাত করেন। এতে ছোট ভাই গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ নগরীতে।

ছোট ভাইয়ের নাম আজহারুল ইসলাম চুন্নু (৩০)। তিনি হযরত আলীর ছেলে। হাসপাতালে টানা ৭ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নেক্সাস হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

পুলিশ আজ বিকেলে শম্ভূগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বড় ভাই সুমন পলাতক রয়েছেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাকসুদুল হাসান খালিদ বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই দিন বড় ভাই সুমন কাঠের পিঁড়ি দিয়ে ছোট ভাই চুন্নুর মাথায় আঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, পরে উন্নত চিকিৎসার জন্য নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। আজ চুন্নুর মৃত্যু হলে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িতরা সবাই পলাতক। নিহতের স্ত্রী সুমি আক্তার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

আমান উল্লাহ আকন্দ/এআরবি