কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সিভিল সার্জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে শরীরে জ্বর ও ঠান্ডা লাগায় বৃহস্পতিবার সকালে তিনি নিজের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠিয়েছিলেন। সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। 

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই হোম আইসোলেশনে রয়েছেন। বর্তমানে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এখন তার শরীরে তেমন কোনো সমস্যা নেই। তবে হালকা কাশি আছে। প্রেশারের একটু সমস্যা আছে। 

করোনা আক্রান্ত সিভিল সার্জন সবার দোয়া কামনা করেছেন। প্রাথমিকভাবে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিবেন বলেও তিনি জানান। 

আরএআর