পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিশেষ পরিকল্পনায় কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় আধুনিক ক্রিকেট সুবিধা গড়ে তুলতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষণ কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আসিফ আকবর বলেন, পার্বত্য চট্টগ্রামে মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি আলাদা ফোকাসে কাজ করবে। খাগড়াছড়ি ও আশপাশের জেলায় আধুনিক টার্ফ উইকেট স্থাপন করা হবে। মেয়েদের জন্য আলাদা ক্রিকেট সুবিধা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।

পরিদর্শনের সময় তিনি স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন এবং এখানকার অবকাঠামো, ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

বিসিবির এই পরিচালক আরও বলেন, আমরা বিশ্বাস করি, পার্বত্য অঞ্চল থেকেও জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার উঠে আসবে। তাই এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ শুরু করতে চাই।

এ সময় জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) কর্মকর্তা, কোচ, স্থানীয় ক্রিকেট সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ শাহজাহান/এআরবি