কুমিল্লায় এক দিনে করোনায় দুজনের মৃত্যু
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭২ জন। এই সময়ে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৭২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটিতে ৩৪ জন, বুড়িচংয়ে ৮, দাউদকান্দি ১, আর্দশ সদরে ৩, সদর দক্ষিণে ৪, লাকসামে ৪, বরুড়ায় ৬, তিতাসে ১, মেঘনায় ১, চৌদ্দগ্রামে ৬, চান্দিনায় ২ ও লাঙ্গলকোটে ১ জন রয়েছেন।
বিজ্ঞাপন
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮১ হাজার ৭৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮০ হাজার ৩৬৫ জনের।
তিনি আরও বলেন, এর মধ্যে ১৩ হাজার ৪৪২ জনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫৯ জনে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩২২ জন। মৃতরা লাকসাম ও আর্দশ সদরের বাসিন্দা।
বিজ্ঞাপন
এমএসআর