খুলনায় চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউনের প্রথম দিনে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাস্কছাড়া বাইরে বের হওয়া, নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা এবং অহেতুক বাইরে ঘোরাঘুরি করায় তাদের দু-এক দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া অনেককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে এ কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, খুলনায় করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে মহানগর ও উপজেলায় শুরু হয়েছে লকডাউন। প্রথম দিনে মহানগরীর বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণে ৬টি মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

এ সময় মাস্ক না থাকা, দোকান খোলা ও অহেতুক ঘুরে বেড়ানোর দায়ে ১৭ জনকে আটক করা হয়। একইসঙ্গে ২৩ মামলায় ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সরকারি আদেশ অমান্যকারীদের ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা, ইসমাইল হোসেন ও আরিফুল ইসলাম।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সড়কে চলাচল করা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। তবে এদিন নগরীর সড়কে থ্রি-হুইলার ও ইজিবাইক চলাচল বন্ধ ছিল।

মোহাম্মদ মিলন/এমএসআর