রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ২৬৬ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগের দিনাজপুর জেলায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬৭-এ পৌঁছেছে। বর্তমানে রংপুর বিভাগে করোনা শনাক্ত হওয়ার সংখ্যা ২২ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৭৭ জন।

বুধবার (২৩ জুন) বিকেলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ জুন) বিভাগের আটটি জেলার ৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হওয়া ২৬৬ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৪১ জন, ঠাকুরগাঁওয়ের ৫৩, কুড়িগ্রামের ২১, রংপুরের ১৬, গাইবান্ধার ১০, লালমনিরহাটের ১০, নীলফামারীর ১০ এবং পঞ্চগড়ের ৫ জন রয়েছে।

মঙ্গলবার (২২ জুন) পর্যন্ত দিনাজপুর জেলায় ৭ হাজার ৩১৭ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৭০-এ রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৪৪১ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৭ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৫৩২ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৯০৫ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া নীলফামারী জেলায় ১ হাজার ৬৯৭ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫১০ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩১১ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯০৬ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, করোনার শুরু থেকে সোমবার (২১ জুন) পর্যন্ত বিভাগে ১ লাখ ৪৫ হাজার ৭১৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ হাজার ৬১৯ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৬৭ জনের।

গত তিন দিনের তুলনায় বর্তমানে রংপুর বিভাগে মৃত্যুর চেয়ে শনাক্তের হার বেড়েছে বলে জানান তিনি।

ফরহাদুজ্জামান ফারুক/এনএ