ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে আটক ট্রাকচালক সোহেল ও সহকারী ওহাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেক হোসেন।

মঙ্গলবার (২২ জুন) রাতে বগুড়া সদর উপজেলার আশুখোলা গ্রামের মনসুর আলীর ছেলে ট্রাকচালক সোহেল রানা (৩২) ও তার সহকারী একই জেলার শিবগঞ্জ উপজেলার জহুরুল শেখের ছেলে ওহাব শেখকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

ওসি মো. মোসাদ্দেক হোসেন জানান, সোহেল ও ওহাবকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে থানায় তারা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন।

উল্লেখ্য, ৯৯৯-এ এক যুবকের ফোন পেয়ে মঙ্গলবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি ট্রাক থেকে মানসিক ভারসাম্যহীন (২৫) এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ সময় ট্রাকসহ চালক ও সহকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে চলন্ত ট্রাকেই ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেন তারা।

এ ঘটনার পর রাতেই নির্যাতনের শিকার ওই তরুণীর বাবা সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বাসিন্দা আলতাফ হোসেন খান বাদী হয়ে ট্রাকচালক ও হেলপারকে আসামি করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করেন।

বুধবার সকালে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শুভ কুমার ঘোষ/এনএ