করোনার বিস্তার রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১ এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিধিনিষেধের আওতাধীন এলাকাগুলো হচ্ছে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড, চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদরাসা এলাকা, নওমহল, আরকেমিশন রােড, বাউন্ডারি রোড, পাটগুদাম, কাঁচিঝুলি ও গাঙ্গিনারপাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ওইসব এলাকায় সার্বিক কার্যাবলি ও চলাচল আগামী ২৫ জুন সকাল ৬টা থেকে আগামী ১ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিধিনিষেধ চলাকালে শুধু আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। 

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।

উবায়দুল হক/এমএসআর