ময়মনসিংহ নগরীর ১১ এলাকায় কঠোর বিধিনিষেধ
করোনার বিস্তার রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনের ১১ এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিধিনিষেধের আওতাধীন এলাকাগুলো হচ্ছে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড, চরপাড়া, নয়াপাড়া, কৃষ্টপুর, আলিয়া মাদরাসা এলাকা, নওমহল, আরকেমিশন রােড, বাউন্ডারি রোড, পাটগুদাম, কাঁচিঝুলি ও গাঙ্গিনারপাড়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ময়মনসিংহ সিটি করপোরেশনের ওইসব এলাকায় সার্বিক কার্যাবলি ও চলাচল আগামী ২৫ জুন সকাল ৬টা থেকে আগামী ১ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ বিধিনিষেধ চলাকালে শুধু আইন-শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, গণমাধ্যম, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বিজ্ঞাপন
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৮৮ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জন শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১১ দশমিক ৬৮ শতাংশ।
উবায়দুল হক/এমএসআর