সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন না পেলেও রাজনৈতিক অধ্যায় শেষ হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। 

গত ৪ ডিসেম্বর সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণায় তিনি বাদ পড়েন। এর কয়েক ঘণ্টা পর নিজের ফেসবুক আইডি ও পেইজে একাধিকবার ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করেন কনকচাঁপা। কোনো ব্যাখ্যা না থাকায় এই পোস্ট ঘিরে ভক্ত ও অনুসারীদের মধ্যে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, মনোনয়ন না পাওয়ার বিষয়ে হয়তো ইঙ্গিত দিয়েছেন তিনি। এরপর ‘চোখ যে মনের কথা বলে’ ক্যাপশনে একটি সম্পাদিত ছবিও শেয়ার করেন কনকচাঁপা।

এরপর ৯ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরাসরি মনোনয়ন না পাওয়ার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট পরিষ্কার করেন। কনকচাঁপা লিখেছেন, ‘প্রিয় কাজিপুরবাসী, আসসালামু আলাইকুম। দুর্জনের কথায় কেউ কান দেবেন না আশা করি। অনেকেই বলে নমিনেশন না পেলে আমার রাজনৈতিক চ্যাপ্টার ক্লোজ! যেদিন নমিনেশন ঘোষণা করা হয়েছে ওই দিনই আমার কন্যা প্রবাস থেকে বেড়াতে আমার কাছে এসেছে। নমিনেশন না পাওয়ায় আমি ভেঙে পড়িনি। আমি আল্লাহর ফায়সালাতে বিশ্বাসী এবং দলের নীতি নির্ধারকদের ওপর কথা বলা আমার শিষ্টাচারের মধ্যে পড়ে না।’

‘তবে বাস্তবতা হলো আমার বাসার ১৩ জন সদস্যদের মধ্যে ১০ জনই অসুস্থ। কি একটা খাবার অথবা পানি থেকে সবার ফুডপয়জনিং, বমি এবং লুজ মোশন হয়েছে। এই মুহূর্তে আমি কাজিপুর দূর পরাস্ত পাশের ঘরেও যেতে পারছি না। মেয়ে এতো দিন পরে কাছে এসেছে তার সঙ্গে গল্পগুজব রান্না করে খাওয়ানো কিছুই করতে পারছি না। আপনারা এই আমাকে কতিপয় মানুষ বিরূপ মন্তব্য করেছেন। একটু থামেন। পারলে একটু দোয়া করেন। আমি কোনো চ্যাপ্টারই ক্লোজ করিনি। সবই আল্লাহর ইচ্ছা।’

উল্লেখ্য, বিএনপির চূড়ান্ত তালিকায় সিরাজগঞ্জ-১ আসনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন পাওয়ার দিনই বিকালে সেলিম রেজা কনকচাঁপার বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে দুজনের মধ্যে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান হয়।

সেলিম রেজা ঢাকা পোস্টকে বলেন, মনোনয়ন পাওয়ার পর আমি নিজেই কনকচাঁপার সঙ্গে দেখা করেছি এবং তার অনুসারীদের সঙ্গেও কথা বলেছি। দলীয় নেতাকর্মীদের কাউকে এ নিয়ে কটাক্ষ না করতে স্পষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকেই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন কনকচাঁপা। সে সময় নানা বাধার অভিযোগ এনে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলনও করেন এবং নিরাপত্তা না পেয়ে নির্বাচনী এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেলেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না, ফেসবুক স্ট্যাটাসে সেটাই পরিষ্কার করেছেন এই কণ্ঠশিল্পী। পাশাপাশি পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে সকলের কাছে দোয়া চেয়েছেন।

নাজমুল হাসান/আরকে