বগুড়ায় ২৪ ঘণ্টায় জেলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৪ জন। মৃতরা হলেন শিবগঞ্জের মোকামতলার এসএম শাবলু (৬০), গাবতলীর মাহতাব হোসেন (৭০) এবং জয়পুরহাটের কালাইয়ের জাহানার বেগম (৬৮)।

এদের মধ্যে শাবলু টিএমএসএস হাসপাতালে এবং মাহতাব ও জাহানারা বেগম মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই নিয়ে ১০ দিনে ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে মরণঘাতী এই ভাইরাস। ৩৯ জনের মধ্যে বগুড়ার ১৬ জন, নওগাঁর ৭ জন, জয়পুরহাটের ১৪ জন এবং গাইবান্ধা ও নাটোর জেলার একজন করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৫ জুন) দুপুর এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক। তিনি আরও বলেন, জেলায় ২৪ ঘণ্টায় ২৯৭ নমুনার ফলাফলে নতুন করে ১২৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৪১ দশমিক ৭৫ শতাংশ।

তিনি বলেন, একই সময়ে সুস্থ হয়েছেন ৪৬ জন। নতুন আক্রান্ত ১২৪ জনের মধ্যে সদরের ৯৮ জন, আদমদীঘির ১৩ জন, শিবগঞ্জের ৩ জন, গাবতলীর ৩ জন, শাজাহানপুরের ৩ জন, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছেন।

ডা. সাজ্জাদ আরও বলেন, জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ২৭৬ জন এবং সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৪ জন। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮ জন। জেলায় বর্তমানে চিকিৎসাধীন ৫৬৪ জন।

সাখাওয়াত হোসেন জনি/এমএসআর