বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ১২১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৭৯৪ জন। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯৮ জন বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দফতর।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস শুক্রবার (২৫ জুন) বলেন, মোট আক্রান্ত ১৬ হাজার ৭৯৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৭৩৫ জন। ২৪ ঘণ্টায় ৩৭ জন সুস্থ হয়েছেন। এরমধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ৩০ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৪০ জন নিয়ে মোট ৭ হাজার ৫০২ জন, পটুয়াখালী জেলায় নতুন ১৫ জন নিয়ে মোট ২৪১৯ জন, ভোলা জেলায় নতুন ২ জন নিয়ে মোট শনাক্ত ২০১৬ জন।

পিরোজপুর জেলায় নতুন ২৯ জন নিয়ে মোট ১৯৭৬ জন, বরগুনা জেলায় নতুন ৭ জন নিয়ে মোট শনাক্ত ১৩৫৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ২৮ জন শনাক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫২৮ জন।

হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) শেবাচিমের করোনা ইউনিটে মোট ৩২ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি একজন মৃত্যুবরণ করেন। করোনা ওয়ার্ডে এখন ৯১ জন চিকিৎসাধীন আছেন।

সৈয়দ মেহেদী হাসান/এমএসআর