সিলেট বিভাগের খবরাখবর
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পাঁচ দিন পর বিভাগে এক দিনে আক্রান্তের সংখ্যা শতকের নিচে নামল। এ সময়ে আক্রান্ত হয়ে বিভাগের তিন জেলায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সিলেটের ৩, সুনামগঞ্জের ও মৌলভীবাজারের ১ জন করে রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া।
সুনামগঞ্জের বিভিন্ন সড়কে পরিবহনশ্রমিক ও মালিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায়, জোরপূর্বক সদস্যকরণসহ নানা অভিযোগ উঠেছে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা, বেবিটেক্সি ও টেক্সিকার মালিক সমিতির বিরুদ্ধে। রোববার (২৭ জুন) দুপুর ১টায় জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা, মিশু ও টেক্সিকার ড্রাইভার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
বিজ্ঞাপন
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলায় নিজ কন্যাসন্তানকে ধর্ষণের চেষ্টাকারী পিতার দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছ। রোববার (২৭ জুন) সকালে উপজেলা সদরে বিআরডিএস, নারী নেতারা ও এলাকাবাসীর যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার প্রতিনিধি ওমর ফারুক নাইম জানান, চা-শ্রমিকদের মজুরি ১১৭ টাকা নির্ধারণের জন্য মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। রোববার (২৭ জুন) দুপুরে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল হাসান, সাধারণ সম্পাদক চা-শ্রমিক নেতা দীপংকর ঘোষ, সদস্য কিরণ শুক্ল বৈদ্য প্রমুখ।
বিজ্ঞাপন
কমলগঞ্জ উপজেলায় ডোবার পানিতে পড়ে মামা শুভ আহমেদ (৮) ও ভাগনি মীম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) বেলা দেড়টায় উপজেলার আদমপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হচ্ছে আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের জব্বার মিয়ার মেয়ে মীম আক্তার ও শ্যালক শুভ আহমেদ।
হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নূর উদ্দিন জানান, হবিগঞ্জের লাখাই উপজেলায় সড়কের বুল্লা বাজার অংশে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ জুন) উপজেলার স্থানীয় বুল্লাবাজারে যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা। এ সময় ভ্রাম্যমাণ আদালত ১ দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করেন।
সাইদুর রহমান আসাদ/এনএ