পুকুরে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) বিকেলে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোষীমানি কাঁঠাল এলাকার গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- আব্দুর রহমান (৩) ও মো. আব্দুল্লাহ (৩)। তারা দোষীমানি কাঁঠাল এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, বাড়িতে খেলছিল দুই ভাই আব্দুর রহমান ও আব্দুল্লাহ। মা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য হাবিবুল্লাহ বশির মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, ৩ বছর বয়সী যমজ ভাই খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে পড়ে যায়। বাড়ি থেকে ৩০০ ফুট দূরে পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। যমজ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলম/এসপি