নাজিমুল ইসলাম নাজিম

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৭ জুন) বিকেলে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের ঈদগাহের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামের আনছার মিয়া জায়গীরদারের ছেলে নাজিমুল ইসলাম নাজিম (১৯)। নাজিম জাউয়াবাজার ডিগ্রি কলেজে বিএ অধ্যয়রত ছিলেন।

এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় খালিছ মিয়া জায়গীরদার (৩৫), ওয়াকিব মিয়া জায়গীরদার (৪০) ও জিলু মিয়া জায়গীরদারকে (৩৬) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, হাসপাতালে আসার আগেই নাজিমের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাইদুর রহমান আসাদ/ওএফ