ইয়াবাসহ আটক হাফেজ আহমেদ

কক্সবাজারের রামুতে এক লাখ ইয়াবাসহ (যার আনুমানিক দাম ৩ কোটি টাকা) হাফেজ আহমেদ (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালকককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা তাকে আটক করা হয়।

আটক হাফেজ আহমেদ বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে। তবে তিনি বর্তমানে কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে বাস করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, শনিবার ভোররাত থেকে গোপন তথ্যের ভিত্তিতে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়ায় চেকপোস্ট বসানো হয়। তা চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত। তারপর ঈদগড় থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে থামানো হয়। সেখানে তল্লাশি করে ইঞ্জিন বক্সের ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা (যার আনুমানিক দাম ৩ কোটি টাকা) পাওয়া যায়। পরে সিএনজি চালক হাফেজ আহমেদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন।

এ বিষয়ে দুপুরে ব্রিফিংকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচারে নতুন নতুন রুট বের করছে। এসব সড়ক চিহ্নিত করে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এক লাখ ইয়াবা উদ্ধারের পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এসপি