আনুশকার দাফন সম্পন্ন, বিচার চায় এলাকাবাসী
আনুশকার দাফন শেষে মানববন্ধন করেছেন এলাকাবাসী
রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও লেভেল’র ছাত্রী আনুশকা নুর আমিনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া সদরের গোপালপুর গ্রামে ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে, এ ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে আনুশকার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স তার গ্রামের বাড়ি গোপালপুর গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। তারা প্রধান অভিযুক্ত ফারদিন ইফতেখার দিহানের কঠোর শাস্তি দাবি করে বলেন, এ ঘটনার সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা থেকে থাকলে তদন্তপূর্বক তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে আনুশকা তার বান্ধবীর বাসায় জন্মদিন পালন করতে যায়। সেখানেই শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এছাড়া দিহান ও আনুশকার মধ্যে গত দুই মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল বলেও পুলিশ জানায়।