সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পানে দুজনের মৃত্যু
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের গাড়িচালক তোফাজ্জল হোসেন (৪০) ও প্রতাবনগর গ্রামের মোক্তারের ছেলে মহসিন মিয়া (৩২)।
বিজ্ঞাপন
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ওই ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, গাড়িচালক তোফাজ্জল হোসেন, মোহসিন মিয়াসহ কয়েকজন একত্রিত হয়ে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৯ জানুয়ারি) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও মোহসিন মিয়ার মৃত্যু হয়।
তিনি বলেন, অতিরিক্ত মদ পানে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিজ্ঞাপন
আরএআর