বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব (ফাইল ছবি)

বরিশাল জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 

পরিবারের স্বজনদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজীব হোসেন সাগর। তিনি বলেন, শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বর্তমানে পারভেজ আকন বিপ্লব বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত আইনজীবী। করোনাকালীন তিনি নিজস্ব অর্থায়নে বিপুল সংখ্যক মানুষকে সহায়তা করেছেন। দরিদ্র শীতার্ত মানুষের জন্য গঠন করেছেন হিউম্যানিটি ভলান্টিয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যার মাধ্যমে তিনি শুক্রবার রাতেও কম্বল বিতরণ করেন।

একজন পরিচ্ছন্ন ও তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ পারভেজ আকনের মৃত্যুতে বরিশালে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এসপি