শুক্রবার দুপুরে নিখোঁজ, সকালে লাশ মিলল পুকুরে
ফাইল ছবি
পাবনার চাটমোহরে পুকুর থেকে আট বছরের শিশু স্বাধীনের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বামনগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্বাধীন বামনগ্রামের শাহাদত হোসেনের ছেলে। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা শারজিল হাসান মানিক বলছেন, শুক্রবার দুপুরে বড় বোন তানজিলা খাতুনের সঙ্গে গোসল দিতে পুকুরে গিয়েছিল স্বাধীন। গোসল শেষে তাকে পাড়ে তুলে দেওয়া হয়েছিল। পরে তাকে বাড়িতে খুঁজে না পাওয়ায় মাইকিং করা হয়। শনিবার সকালে স্থানীয়দের সঙ্গে নিয়ে চাটমোহরের দমকল বাহিনীর দুই সদস্য পুকুরে স্বাধীনের মরদেহ খুঁজে পায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহের সুরতহালে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি। গোসলের পরে বোনের বেখেয়ালে হয়তো পানিতে পড়ে গিয়েছিল শিশুটি।
বিজ্ঞাপন
এদিকে, ছেলে আর ভাইয়ের মৃত্যুতে মাতম চলছে ওই পরিবারে।
এসপি