মানিকগঞ্জ প্রেসক্লাব
সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী
সভাপতি গোলাম ছারোয়ার ছানু (বামে), সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী (ডানে)
ঐতিহ্যবাহী মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও চ্যানেল আই এর মানিকগঞ্জ প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু সভাপতি ও দৈনিক সমকালের মানিকগঞ্জ প্রতিনিধি অতিন্দ্র চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৮ জুন) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
নির্বাচনে অন্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল (এনটিভি), গাজী ওয়াজেদ আলম (মাছরাঙ্গা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির (একাত্তর টিভি), সহ-সম্পাদক রিপন আনসারী (জি টিভি), কোষাধ্যক্ষ শাহিনুল ইসলাম তারেক (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (বার্তা২৪.কম) এবং দপ্তর সম্পাক পদে ইউসুফ আলী (চ্যানেল২৪) নির্বাচিত হয়েছেন।
দ্বি-বার্ষিক এ নির্বাচনে দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এর আগে দুপুরে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভাপতি পদে গোলাম ছারোয়ার ছানু ৫৪ ভোটের মধ্যে ৪৩ ভোট পেয়েছেন, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সোহেল হোসেন/এমএএস