নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুন) রাত ১০টার দিকে রুবেল নামে এক যুবককে কুপিয়ে এবং মঙ্গলবার (২৯ জুন) ভোরে রাজা মিয়া নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানান, শহরের চাষাড়া রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসায়ী মিলনের নিয়ন্ত্রণাধীন একটি ক্লাবে মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ ছিল ফতুল্লার ইসদাইর এলাকার একটি কিশোর গ্যাংয়ের। গত সপ্তাহে ওই কিশোর গ্যাংয়ের কয়েক সদস্যকে মিলন গ্রুপের সদস্যরা কুপিয়ে আহত করে। এ নিয়ে কিশোর গ্যাংয়ের নেতা জামান ও শিমুল গ্রুপের সদস্য সোহাগ, রুবেল, জুয়েলসহ বেশ কয়েকজন বিষয়টি মীমাংসা করতে মিলনের ক্লাবে যায়। এ সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। 

এতে মিলন গ্রুপের শামীম, অপুসহ ২০/২৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেল, চঞ্চল, সোহাগ ও জামানকে মারাত্মক আহত করে। তাদের নগরীর ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে রুবেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়রা জানান, মিলন চাষাড়া রেলস্টেশন ও জামান-শিমুল গ্রুপ ইসদাইর এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করতেন। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রেলস্টেশন বস্তিতে একটি ক্লাব তৈরি হয়েছে। সেই ক্লাবটি দখলের জন্য দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মঙ্গলবার (২৯ জুন) ভোর ৪টার দিকে ফতুল্লার ইসদাইর ওসমানী স্টেডিয়ামের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন অটোরিকশা চালক রাজা মিয়া। এ সময় রাজাকে ছুরিকাঘাত ও জবাই করে অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। 

রাজা ফতুল্লার কাজীবাড়ির গলিতে আবুল হাজীর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তিনি স্থানীয় জামাল শেখের ইজিবাইক চালাতেন। কিছুদিন আগে তার স্ত্রী মারা গেছেন। তার দুই সন্তান রয়েছে। দুই সন্তানের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে। আট বছর বয়সী ছেলেকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। 
 
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। হত্যাকারীদের সন্ধানে অভিযান চলছে।

রাজু আহমেদ/এসপি